কম্পিউটার গেমের ফাঁদে শিশুরাও
পাঁচ ছয় বছর বয়স থেকে বার তের বয়সের ছেলেমেয়েরা এখন নানা ধরনের গেমসে আসক্ত। মা বাবা অনেকসময় সন্তানদের আদর করে ট্যাব বা স্মার্টফোন কিনে দেন। না কিনে দিলে ওরা লুকিয়ে মা বাবার স্মার্টফোন ব্যবহার করে গেমস ও নানা ধরনের অ্যাপস ব্যবহার করে। মা বাবা টের পান যখন তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়া হয়। তখনই খোঁজখবর শুরু হয় কেন কাটল, কারা কাটল। ঘরে খোঁজখবর না নিয়ে টাকা লেনদেনের সবচেয়ে বড় কোম্পানির কাছে যাও। সে কোম্পানি কোনো পাত্তা দিলো না। মন আরো খারাপ হয়ে গেল। প্রভাবশালী মা বাপ হলে চার দিকে ফোন লাগান। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রাগে মন ও মাথা কড়মড় করছে।