কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খবর ছিলই, আক্রান্ত হতে পারেন মমতা

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৯:৪৬

১০ মার্চ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত (Mamata Banerjee Attacked) হওয়ার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর এখনও তুঙ্গে। ঘটনার পিছনে পূর্ব পরিকল্পনা ছিল বলে দাবিতে অনড় তৃণমূল নেতৃত্ব। পাল্টা মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছে বিজেপি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামে আক্রান্ত হতে পারেন, এমন সতর্কবার্তা গোয়েন্দা বিভাগ আগেই দিয়েছিল। সেই বার্তা পৌঁছেছিল ডিরেক্টরেট অব সিকিউরিটির কাছেও, যাঁরা সাধারণত মুখ্যমন্ত্রী তথা ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন। তার পরেও কেন ১০ মার্চ বিরুলিয়া বাজারের ঘটনা এড়ানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অন্দরেই।


নির্বাচন কমিশনও ঘটনার গুরুত্ব অনুধাবন করে জেলা প্রশাসন, নবান্ন এবং বিশেষ পর্যবেক্ষকদের কাছে রিপোর্ট চেয়েছিল। তাতে নিরাপত্তায় গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলেই জানায় কমিশন। সাসপেন্ড করা হয় রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টরেট অব সিকিউরিটির কাছে যে এ নিয়ে ইনপুটও ছিল, এই বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। ইনপুট মেলার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছিল কি না, হলেও কেন ঘটনা এড়ানো গেল না, তা নিয়ে মঙ্গলবার 'এই সময়'-এর তরফে যোগাযোগ করা হয় সহায়ের সঙ্গে। বিষয়টি তদন্তাধীন থাকায় কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও