![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fharun-rashid-new-20210326092732.jpg)
স্বাধীনতা মানে মুক্তির ঝিলিক
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতি আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে। ৫০ বছর আগে এদিন একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার জন্য এ দেশের মানুষকে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করতে হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। চালায় নির্মম গণহত্যা। (এ বছর দিনটি সরকারিভাবে প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়েছে)।