সরকারি অফিসে রাতেও উড়ছে জাতীয় পতাকা
দেশে চলছে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি। ঠিক এই সময়েই ফরিদপুরের বোয়ালমারীতে ঘটেছে জাতীয় পতাকার অবমাননার ঘটনা। সোমবার (২২ মার্চ) রাতে উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়ে এ দৃশ্য দেখা যায়।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেটি মানা হয়নি এই ভবনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় ভবনটির সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব অফিসের আয়ার। সম্ভবত ভুলে তিনি পতাকা নামাননি’।