You have reached your daily news limit

Please log in to continue


পেশাভিত্তিক জোটবদ্ধ ক্ষুদ্র উদ্যোগ বনাম আমাদের নগর পরিকল্পনা

অতিরিক্ত জনসমাগম হয় না, এমন নানান ধরনের ছোট পারিবারিক বা জোটবদ্ধ ব্যবসা এবং সৃজনশীল মেধা ও পেশাভিত্তিক নতুন নতুন তরুণ উদ্যোগ ও বিনিয়োগের জন্য শহরের যেকোনো এলাকার (কূটনৈতিক এলাকা ব্যতিরেকে) আবাসিক ভবনের নিচের দুই থেকে তিনতলা পর্যন্ত ছোট এসব বিনিয়োগ উদ্যোগের জন্য অনতিবিলম্বে অনুমোদনযোগ্য করে দেয়া উচিত, তাহলে দেশের অর্থনীতিতে অভাবনীয় সুবিশাল পরিবর্তন আসবে। এগুলো হতে পারে যেমন আইনজ্ঞদের অফিস, সফটওয়্যার প্রতিষ্ঠান, ডাক্তার/ডেন্টিস্টের চেম্বার, ফিজিওথেরাপি বা কেয়ার গিভার সেন্টার, পার্লার, বুটিক ও ফ্যাশন হাউজ, কারুপণ্য ও হস্তশিল্প শোরুম, হারবাল ও অর্গানিক খাদ্য পরিবেশক, প্রকৌশলীদের চেম্বার, স্থপতি/প্ল্যানার/ইন্টেরিওর ডিজাইনারদের অফিস, বিভিন্ন কনসাল্টিং অফিস, পাবলিশার হাউজ, বুকশপ, আর্টিস্ট বা বিজ্ঞাপন ফার্ম, আর্ট গ্যালারি, ছোট পারিবারিক রেস্টুরেন্ট, গ্রাফিকস ডিজাইনারদের স্টুডিও, ফটো স্টুডিও, ছোট ছোট দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ এ ধরনের অন্য ছোট ছোট উদ্যোগ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন