৩৩ লাখ টন খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা
খাদ্যশস্যের ঘাটতি মোকাবেলায় চলতি অর্থবছরেই চাল আমদানিতে ফিরেছে সরকার। আগামীতে এর পরিমাণ আরো বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য নেয়া হয়েছে শুল্ক হ্রাসসহ নানা উদ্যোগ। আগামী অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে সাড়ে পাঁচ লাখ টনেরও বেশি। আমদানি ও অভ্যন্তরীণ উভয় উৎস কাজে লাগিয়ে আগামী অর্থবছরে ৩৩ লাখ টনের বেশি খাদ্যশস্য সংগ্রহ করতে চায় খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আমদানি বাড়ানোতেই জোর দেয়া হচ্ছে বেশি। এছাড়া ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য আগামী অর্থবছরে বাড়তি বরাদ্দ চায় খাদ্য অধিদপ্তর। এ নিয়ে অর্থ বিভাগে এরই মধ্যে একটি চিঠিও দেয়া হয়েছে।
দেশে খাদ্যশস্যের মজুদ কমছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুদ নেমে এসেছে গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশে। অন্যদিকে উৎপাদনও কমছে। চালের দাম বাড়ছে টানা কয়েক মাস ধরে। সব মিলিয়ে দেশে এখন খাদ্যশস্যের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।