![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcleav-20210316114637.jpg)
তেল চিটচিটে ময়লা পরিষ্কার করুন ফলের খোসা দিয়ে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১১:৪৬
সবার ঘরেই চিটচিটে ময়লা থাকে কমবেশি। বিশেষ করে রান্নাঘরে আঁঠালো ময়লা বেশি হয়ে থাকে। অনেক সময় এ ময়লা পরিষ্কার করতে গিয়ে ঝক্কি পোহাতে হয়। তবে এ সমস্যার সমাধান করতে পারে কমলালেবু। বাজারে এখন কমলা বেশ সহজলভ্য।
এ সুযোগ বেশি করে কমলা কিনে খেয়েও নিতে পারেন সঙ্গে এর খোসা কাজে লাগিয়ে ঘর পরিষ্কারের কাজ সামলেও নিতে পারে। কমলালেবুর খোসায় লিমোনিন নামক তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুই উপাদনই চটচটে ময়লা মুছতে কাজে লাগে।