বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র : একটি পর্যালোচনা
সাংবাদিক নুরুল কবীর ইতিহাস নিয়ে একবার চমৎকার একটা কথা বলেছিলেন, 'ইতিহাস অন্ধ। তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে হয়।' ইতিহাসের এই পথ দেখাতে যেয়ে খোদ ইতিহাসের মধ্যেই আমরা দিশাহারা হয়ে পড়ি। চলমান ইতিহাসের মধ্যেই আমরা কত অসামঞ্জস্যতা দেখতে পাই, আর দূরের ইতিহাস তো অনেক দূরে। ধরা ছোঁয়ার বাইরে। পথ দেখানো ভয়ানক কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই অত্যন্ত সাহস নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় ১৮৮৬ সালে তার 'কৃষ্ণচরিত্র' লেখার মধ্যে দিয়ে করেছিলেন।
- ট্যাগ:
- মতামত
- আত্মপর্যালোচনা
- বাংলা সাহিত্য