সবার সঙ্কট মোচনই রাষ্ট্রের দায়িত্ব
নয়া দিগন্তের রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতার পাঠানো একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিরোনাম : ‘নানা সঙ্কটে মানবেতর জীবন রাঙ্গাবালীর রাখাইনদের’।
এর শুরুতে উল্লেখ করা হয়েছে, দুই থেকে আড়াই শ’ বছর আগে আরাকান থেকে এসে রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ এলাকার বসতি গড়ে তোলে রাখাইন সম্প্রদায়। উপকূলীয় এই নির্জন বনভূমিকে বাসযোগ্য করার কারিগর রাখাইনরাই। সে সময় থেকে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবিকা নির্বাহের পাশাপাশি তাদের বংশবিস্তার ঘটেছে।
- ট্যাগ:
- মতামত
- রাখাইন পল্লী
- রাখাইন সম্প্রদায়