আড়ি পাতার যন্ত্র ও অস্ত্র চায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
এবার মুঠোফোনে আড়ি পাতার যন্ত্র চাইছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে তারা অস্ত্র, গোলাবারুদও চায়। যদিও এসব ব্যবহারের কোনো প্রশিক্ষণ, অভিজ্ঞতা তাদের নেই। নেই অস্ত্রশস্ত্র সংরক্ষণের মতো প্রয়োজনীয় কাঠামোও।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একাধিক বাহিনী ও সংস্থার কাছে টেলিফোনে আড়ি পাতার যন্ত্র আছে। জঙ্গি দমনসহ রাষ্ট্রের নিরাপত্তাজনিত নানা কাজে আড়ি পাতা যন্ত্র ব্যবহারের কথা বিভিন্ন অভিযানের পর জানানোও হয়। তবে এ ধরনের যন্ত্রের উদ্দেশ্যপূর্ণ ও যথেচ্ছ ব্যবহারের সুযোগ থাকায় বিশ্বব্যাপী ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর বিরোধিতা করে আসছে।