বিএনপির সাতই মার্চ: ১২ বছর চোঙ্গায় থাকলেও লেজ বাঁকা
ভেবেছিলাম রাজনীতি ঘুরে দাঁড়ানো শিখেছে। বিএনপি মাঝে মাঝে ঝটিকা সফরের মতো রাস্তায় দু-একবার আসলেও, বাস্তবে নাই। আগুন সন্ত্রাসের পর দলটির অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। এমন এক পরিবেশ যাতে- ‘খাতায় আছে গোয়ালে নাই’ মনে হওয়াটাই স্বাভাবিক। তারা সবসময় বলেন, প্রশাসন আর বাহিনী ব্যবহার করে তাদের দমিয়ে রাখা হচ্ছে। কথা পুরোপুরি অসত্য বলা যাবে না।