গৃহকরের সামঞ্জস্য বিধানে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন
মেয়রের দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী সিটি করপোরেশনের ধার্য বর্ধিত কর প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘সেবা চাইলে কর দিতেই হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহকর বাড়ায়নি, শুধু বিভিন্ন এজেন্সির দেয় করহার বাড়িয়েছে।’ হয়তো অদূর ভবিষ্যতে গৃহকরের হারও বাড়াতে হবে কিন্তু তার আগে তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভূতপূর্ব মেয়রের সময় যেভাবে গৃহকর বাড়ানো হয়েছিল, তা একটি ভুল অধ্যাদেশের ভিত্তিতে করতে গিয়ে ওই সময় ব্যাপক আন্দোলন সৃষ্টি হয়েছিল। অতএব, এ ব্যাপারে কিছু করতে হলে প্রথমে সব সিটি করপোরেশনের গৃহকরের সামঞ্জস্য বিধানকল্পে নতুন আইন প্রণয়ন প্রয়োজন হবে। বক্ষ্যমাণ কলামে বিষয়টি বোঝানোর প্রয়াস নিয়েছি।