কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সড়কে বাড়ুক নিরাপত্তা বন্ধ হোক মৃত্যু

নিউজ বাংলা ২৪ রাজন ভট্টাচার্য প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ২০:৪৮

সড়ক দুর্ঘটনা রোধে কাফনের কাপড় পরে মানববন্ধন’। গত ১ মার্চ এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে ছবিসহ নিউজ ছাপা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে একদল প্রতিবাদী মানুষ এভাবেই রাস্তায় নেমে আসেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘সড়ক দুর্ঘটনা রোধে সিলেটের রশিদপুরে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা। ঢাকা-সিলেট মহাসড়কের এই এলাকায় ২৬ ফেব্রুয়ারি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার প্রেক্ষাপটে সংগঠনটি ২৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করে। এসময় তারা স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন, রোড ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন এবং দূরপাল্লার বাসে দুইজন করে চালক রাখার দাবি জানান।’

ছবিতে যে তারিখে সিলেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা বলা হয়েছে এ দিন সারা দেশে সড়কে প্রাণ গেছে ২৬জনের। গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের বাইরে আরও যেসব দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে তা হয়ত অজানাই থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো দেশে দুর্ঘটনা বা প্রাণহানি এ তো নতুন কিছু নয়। এর প্রেক্ষিতে প্রতিবাদ, দাবি-দাওয়া তুলে ধরাও নতুন নয়। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে। এরচেয়ে বড় সত্য হলো দুর্ঘটনায় মৃত্যুর হার যেন কিছুতেই কমছে না, বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও