সাবধান, করোনা আছে!
বাংলাদেশে করোনা ভাইরাসের বর্ষপূর্তি হয়েছে। গত বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসেই দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। অবশ্য বিশ্বহিসাব ধরলে করোনার বয়স প্রায় ১৫ মাস হয়েছে। ২০১৯ সালের শেষদিনে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। তারপর বিভিন্ন দেশ ঘুরে বাংলাদেশে আসতে সময় লেগেছে দুই মাসেরও বেশি। ধীরে ধীরে গোটা বিশ্বকেই প্লাবিত করে করোনার ঢেউ। এখন পর্যন্ত বিশ্বে করোনা কেড়ে নিয়েছে ২৬ লাখেরও বেশি মানুষের প্রাণ। বাংলাদেশে সংখ্যাটা প্রায় সাড়ে ৮ হাজার। প্রতিটি মানুষের মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। কিন্তু ঘনবসতি এবং করোনার ভয়াবহতা বিবেচনায় বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা কমই বলতে হবে।
ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে করোনা যে মৃত্যুর মিছিল শুরু করেছিল; আশঙ্কা ছিল বাংলাদেশেও তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু সে আশঙ্কা সত্যি হয়নি। কেন হয়নি, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা বা উত্তর নেই।