বাংলাদেশের প্রমোশন!
অর্জনটা কাক্সিক্ষতই ছিল। তবু অর্জনটা এত বড়, এটা সেলিব্রেট করাই যায়। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এর চেয়ে বড় উপহার আর হতে পারে না। বাংলাদেশের বড় প্রমোশন হয়েছে, বাংলাদেশ গ্র্যাজুয়েট হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের দ্বারপ্রান্তে। জাতিসংঘের প্রয়োজনীয় দুই দফা সুপারিশ মিলেছে। ২০২৬ সালে আমরা বুক ফুলিয়ে বলতে পারব, বাংলাদেশ আর দরিদ্র বা স্বল্পোন্নত নয়, আমরা এখন উন্নয়নশীল দেশ। এখন যাত্রা উন্নত দেশের পথে। বাংলাদেশের এ প্রমোশন অটো প্রমোশন নয়; সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, টানা রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা, সরকারের প্রয়োজনীয় পরিকল্পনা ও নীতিসহায়তার হাত ধরেই এসেছে এ প্রমোশন, ৫০ বছর বয়সী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।