![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/news_images/2021/03/08/sirin.jpg)
‘নো’ মানে ‘জানো’
মেয়েটি গেছে তার বান্ধবীর বাড়িতে এক পার্টিতে। পছন্দের বন্ধুটির (প্রেমিক নয়) সঙ্গে গল্প করতে করতে একসময় নিরিবিলি একটি জায়গায় পৌঁছে যায়। তারপর ছেলেটি সুযোগ বুঝে মেয়েটির সঙ্গে হঠাৎ করেই যে আচরণ করতে শুরু করল, তাতে মেয়েটি যারপরনাই বিস্মিত ও হতভম্ব হয়ে পড়ে। তার কাছে সেই আচরণের কোনো পূর্বাভাস আদৌ ছিল না! কোনো সায় বা সম্মতির তোয়াক্কা না করে, কিছু জিজ্ঞেস পর্যন্ত না করে ছেলেটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে এগিয়ে এসেছিল।