একজন ধবধবে সাদা মানবাধিকার কর্মীকে দেখেছি
২০১১ সালের কথা। তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। একটা প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বসে আছি। দেখলাম ধবধবে সাদা কিন্তু সেলাই-জোড়াবিহীন থান কাপড়ে বসে আছেন এক ভদ্রলোক। চুলগুলোও দেখার মতো- ঝকঝকে সাদা। শুভ্রকেশী ওই ভদ্রলোকের পরিচয় পেলাম একটু পরেই। ঘোষণা এলো এখন বক্তব্য দেবেন লেখক, সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। এই প্রথম তার কথা শুনছি। তাকে দেখছি। যদিও তার লেখাগুলো পড়ছি অনেক আগে থেকেই।