![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Khagrachari-suicide-2103060805.jpg)
‘এই দুনিয়া আমার জন্য নয়’ লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
মৃত্যুর আগে তিনি দুটি সুইসাইড নোট লিখেছেন। একটিতে লেখা- ‘এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন’।
দ্বিতীয়টিতে লেখা- ‘আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোন ইচ্ছা নেই, তাই আমি এই সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Survival for the fittest. but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।’........