ননস্টিক পাত্র ব্যবহারে কিছু সতর্কতা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১৫:০৭
রান্নার সুবিধার্থে অনেকেই ননস্টিক পাত্র ব্যবহার করে থাকেন। এতে রান্না করলে খাবার পুড়ে বা লেগে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও এতে রান্না করলে কিংবা ভাজা-ভুজি করলে তেল অনেকটাই কম খরচ হয়। অথচ স্বাদে কোনো পরিবর্তন হয় না। তাছাড়া ননস্টিক পাত্রে রান্না করার সময় তাপ সবদিকে সমানভাবে ছড়িয়ে যায়,
ফলে রান্না তাড়াতাড়ি হয় এবং গ্যাসও কম লাগে। তবে এই ধরনের পাত্র ব্যবহার করার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলা জরুরি। একটু সতর্ক হয়ে ব্যবহার করলে ননস্টিকের পাত্র অনেকদিন ভালো থাকে। চলুন জেনে নেয়া যাক ননস্টিকের পাত্র ব্যবহারের ক্ষেত্রে যা করবেন, যা করবেন না- >> গ্যাস থেকে নামিয়ে সঙ্গেসঙ্গেই গরম ননস্টিকের পাত্র পানির মধ্যে ফেলবেন না।
- ট্যাগ:
- লাইফ
- সতর্কতা
- পাত্র
- ননস্টিক প্যান