কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এইচএসসি-২০২০ উত্তীর্ণদের উচ্চশিক্ষা নিয়ে কিছু কথা

কালের কণ্ঠ কাজী শামীম ফরহাদ প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১১:৩৮

আমরা জানি যে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা শুরুর মাত্র তিন দিন আগে এইচএসসি পরীক্ষা মুলতবি ঘোষণা করা হয়। পরে আমাদের শিক্ষার্থীরা অনেকটা সময় দোদুল্যমান অবস্থায় থেকে বছর শেষে জানতে পারে, তাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে না।

জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তাদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলে আমরা দেখতে পেয়েছি, এইচএসসি ২০২০-এর তুলনামূলক ভালো ফলাফল এবং শতভাগ পাস। শতভাগ পাসের পাশাপাশি এবার জিপিএ ৫-এর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এত সংখ্যক ছাত্র একসঙ্গে পাস করা যতটা সবার জন্য আনন্দদায়ক, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া হবে ততটাই চ্যালেঞ্জিং।

দেশে উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীদের ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আকাঙ্ক্ষা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সীমিত সিট সংখ্যার কারণে সব শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় ধারণ করা সম্ভব হবে না। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক ২০২০-এ কৃতকার্য শিক্ষার্থীদের জন্য আজকের এ আয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও