পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। গত তিনদিন ধরে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শনিবার থেকে এই অবস্থা চললেও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
সোমবার দুপুরে মহিলা ওয়ার্ডের রোগী মল্লিকা বেগম বলেন, `এতো কষ্ট করা যায় না। পানি আনা-নেয়া করতে অসুখ শরীরে সহ্য করতে পারি না। হাসপাতালে থাকব না, বাড়ি চলে যাব।’ আকলিমা বেগম বলেন, `গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। পানি সরবরাহ না থাকায় এ ক’দিন কষ্ট করছি। দোতলা থেকে নিচে গিয়ে টিউবওয়েল চেপে পানি আনতে হচ্ছে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাসপাতাল
- মহিলা
- রোগী
- পানি সমস্যা
- চরম দুর্ভোগ