সরকার কা মাল নলজুরমে ঢাল
বাংলার আর দশটা নদী থেকে নলজুরের গল্পটা আলাদা নয়। একদা যৌবনে ছিল এ নদ, বর্ষায় দুকূল ভাসাত। নদ দিয়ে তরতর করে বয়ে যেত নৌকা, লঞ্চ, স্টিমার। তারপর আস্তে আস্তে নলজুর মরেছে, ভরাট হয়েছে দুই ধার। পার বেদখল হয়ে গড়ে উঠেছে সরকারি–বেসরকারি নানা স্থাপনা।
অনেক দিন ধরেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এ নদ খননের দাবি করে আসছিলেন এলাকাবাসী, এত দিনে তাঁদের দাবির প্রতি সাড়াও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ১৮ জানুয়ারি থেকে নদ খনন শুরু করেছে তারা। চলছে বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার নদের খনন। আশা করা হচ্ছে, ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তারপরও খুশি নন এলাকাবাসী। কেন? খনন করে নদটাকে যে খাল বানানোর উপক্রম করেছে পানি উন্নয়ন বোর্ড!
- ট্যাগ:
- মতামত
- নদী দখল
- নদী দখলদার
- নদ খনন