গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করার অধিকার নাগরিকদের আছে। তবে সেই সমাবেশের নামে অন্যের গণতান্ত্রিক অধিকার খর্ব করা যাবে না। এ কারণে রাজনৈতিক দল বা সংগঠনগুলো তাদের কর্মসূচি আগাম জানিয়ে দেয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
কিন্তু গত শনিবার খুলনায় বিএনপি আহূত মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও সরকার-সমর্থক পরিবহনমালিক যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কেবল জনমনে উদ্বেগ বাড়িয়ে দেয়নি; বহু মানুষকে মহাদুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। খুলনার পরিবহন বাস মালিক সমিতি শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে নগরবাসীর জন্য এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে যারা দূরযাত্রার যাত্রী, তারা চরম ভোগান্তিতে পড়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.