কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনিয়োগ বাড়াতে হবে দ্রুত

ইনকিলাব সরদার সিরাজ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯

দেশে বেকারত্ব হ্রাস ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিনিয়োগ বাড়াতে হবে। আর শ্রমঘনখাতে বিনিয়োগ বেশি কল্যাণকর। তাতে কর্মসংস্থান সৃষ্টি হয় বেশি। দেশে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ২২-২৪%-এর মধ্যে সীমিত রয়েছে বহুদিন যাবত। করোনার কারণে সেটাও অনেক কমে গেছে। অথচ বেসরকারি খাতের বিনিয়োগ হওয়া দরকার কমপক্ষে জিডিপির ৩০% বলে বিশেষজ্ঞদের অভিমত। এফডিআইও আশানুরূপ নয়। এটাও করোনার কারণে হ্রাস পেয়েছে। অবশ্য এফডিআই বিশ্বব্যাপীই প্রায় অর্ধেক কমে গেছে। আঙ্কটাডের তথ্য মতে, ‘মহামারির প্রভাবে ২০২০ সালে বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪২% হ্রাস পেয়েছে।

২০১৯ সালে বৈশ্বিক এফডিআই ছিল দেড় লাখ কোটি ডলার। ২০২০ সালে তা ৮৫ হাজার কোটি ডলারে নেমে এসেছে’। বিনিয়োগের এ অবস্থা চলতে পারে আরও কয়েক বছর। ফলে প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। অবশ্য, কয়েক বছর যাবত দেশে সরকারি বিনিয়োগ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে, সেটা অবকাঠামোখাতে। এতে প্রত্যক্ষ কর্মসংস্থান খুব কম হচ্ছে। অপরদিকে, বিদেশে শ্রমিক প্রেরণ ব্যাপক হ্রাস পেয়েছে করোনার কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও