১০৮ কক্ষের ‘মাটির প্রাসাদ’
আবহমান গ্রামবাংলার ঐতিহ্য মাটির ঘর বা মাটির বাড়ি। এ ধরনের বাসস্থান শীত ও গরমের সময় বেশ আরামদায়ক। একসময় গ্রামের বিত্তশালীরা অনেক টাকা-পয়সা ব্যয় করে মাটির বাড়ি তৈরি করতেন। ইট, বালু ও সিমেন্টের আধুনিকতায় মাটির বাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। তবে নওগাঁয় এখনো বহু মাটির বাড়ি আছে। এর মধ্যে জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের নিভৃত পল্লী আলীপুর গ্রামে রয়েছে ১০৮ কক্ষবিশিষ্ট একটি দোতলা মাটির ঘর। ৩৩ বছর আগে শখ করে তৈরি করা এই বিরল ঐতিহ্যের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন পর্যটক-দর্শনার্থীরা। বাড়িটি সংরক্ষণ করা গেলে এটি অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে বলে মনে করে এলাকাবাসী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জটিল
- পর্যটক
- দর্শনীয় স্থান
- মাটির বাড়ি