
নেটফ্লিস্কে নলিউড-বলিউডের যৌথ প্রেমকাহিনী
ভারতীয়-নাইজেরিয়ান রেস্টুরেন্ট মালিক হামিশা দারইয়ানি আহুজা তার চলচ্চিত্র তৈরির স্বপ্ন পূরণে ছেড়েছিলেন দীর্ঘদিনের ব্যবসা। দুই বছরের পরিশ্রমের ফসল হিসেবে ৩৬ বছর বয়সী এই পরিচালক নেটফ্লিক্সে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিয়ে এসেছেন তার আন্তঃসাংস্কৃতিক প্রেমকাহিনী ‘নমস্তে ওয়াহালা’।
হিন্দি ও নাইজেরিয়ান পিজিন ভাষায় চলচ্চিত্রটির নামের অর্থ ‘স্বাগতম ঝামেলা’। চলচ্চিত্রটির কাহিনীতে নাইজেরিয়ান এক নারীর লাগোসে বাস করা ভারতীয় এক ব্যাংকারের প্রেমের গল্প বলা হয়। ভিন্ন সংস্কৃতির তরুণ এই যুগল তাদের মিলনে পরিবারসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড তারকা
- নেটফ্লিক্স