![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2018%2F05%2F01%2F7f07733ac82104f667581e5f9324ada0-5ae7f65bab121.jpg%3Fjadewits_media_id%3D337501)
হাতিরঝিল রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে রাজউক
রাজধানীর হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হলেও হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হলেও এখনও তা বুঝে নেয়নি রাজউক। রাজউক বলছে, রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপিতে কোনও নির্দেশনা ছিল না। এ জন্য বছরে প্রায় ১৮ কোটি টাকা দরকার। প্রকল্প এলাকায় দোকানপাট বরাদ্দসহ অন্যান্য খাত থেকে ১০ কোটি টাকা আসে। ঘাটতি মেটাতে সরকারের কাছে বাকিটা বরাদ্দ চাওয়া হলে অপারগতা প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রাজউককেই এই খরচ দিতে হবে।
জানা গেছে, গত বছরের ২ জুন রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের রক্ষণাবেক্ষণ কার্যক্রম প্রস্তাবনা পর্যালোচনার জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প এলাকা রক্ষণাবেক্ষণে বেশ কিছু সুপারিশ করা হয়।