কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিডিয়াতে স্বামী-স্ত্রীর সুখ শান্তি ঘরের ছাদ ভেঙে পালিয়ে যায়: অনন্ত

চ্যানেল আই লা মেরিডিয়ান, ঢাকা প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৪

আমার চিত্রনাট্যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ সিনেমা। সিলেটের একজন মন্ত্রী (লিডার) মারা যাওয়ার পর তার পার্টির সম্মতিতে তারই মেয়ে নেত্রী হন। আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো কাজ করতে গেলে যে একজন নেত্রী যে বিভিন্ন বাঁধার মুখোমুখি হন সেসব তুলে ধরা হবে। দেশের ভালো কাজ করতে গেলে তাকে টেনে ধরার প্রবণতা দেখা যায় সেটা তুলে ধরার চেষ্টা করবো। বর্ষা নেত্রীর ভূমিকায় অভিনয় করবেন। নেত্রীর একজন বিশ্বস্ত বডিগার্ড থাকেন, যিনি চিফ সিকিউরিটি অফিসার।

আমি ওই চরিত্রে অভিনয় করবো। ২৭ ফেব্রুয়ারি সব শিল্পী, নির্মাতাদের এক করে মহরতের আয়োজন করবো। ২৮ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা এটি। তুরস্ক ও ভারতীয় অভিনেতারা থাকছেন এই ছবিতে। তুরস্কের দুজন নায়ক-নায়িকা আছেন। চুক্তি হয়নি বলে নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে প্রত্যেক শিল্পীই তাদের দেশের সুপরিচিত ফিল্ম স্টার। ওই দিনেই ‘দিন দ্য ডে’র অফিশিয়াল ট্রেলার প্রকাশ হবে। আমি ছাড়াও অন্যান্যরা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন বোঝা যাবে। এছাড়া বাংলাদেশ থেকে কাজী হায়াৎ এবং ইলিয়াস কাঞ্চন আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও