![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fc77aab60-6f0b-4c1d-a8b6-d61bfdf66cbe%252Fvaccine.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.1)
টিকা নিবন্ধনের পূর্ণাঙ্গ তথ্য নেই জেলা-উপজেলায়
প্রতি জেলায় বা উপজেলায় কত মানুষ করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন, তা গতকাল রোববার পর্যন্ত জানতে পারেননি জেলা-উপজেলার টিকাসংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতিমধ্যে নিবন্ধন করা ব্যক্তিরা জানতে পারছেন না, কবে নাগাদ তাঁরা টিকা নিতে পারবেন। এ পরিস্থিতিতে আগামীকাল রোববার দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
প্রস্তুতির ঘাটতি দেখা যাচ্ছে নিবন্ধন করার ক্ষেত্রে এবং তথ্য পাওয়ার বিষয়েও। গতকাল কক্সবাজারের মহেশখালী উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও দাকোপ উপজেলার টিকা কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দুই দিন আগে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে এবং কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কাজে সহযোগিতা করছেন।