ভোটের ঢাকে কাঠি পড়তেই দলবদলের হিড়িক। সকালে তৃণমূল। বিকেলে বিজেপি। একই উঠোনের দুই দালান। তৃণমূলের সাবেকদের নিয়ে গঠিত বিজেপির রাজ্য কমিটি। আর তৃণমূলের রাজ্য কমিটিতে বিজেপির গন্ধ। বিজেপির সবচেয়ে বড় সাপ্লাই লাইন তৃণমূল। রাতারাতি তৃণমূলের দলীয় দপ্তরে বিজেপির ব্যানার। সন্ধ্যায় চ্যানেলে চ্যানেলে তার মুখরোচক খবর। সকালের দৈনিকে পাতাজোড়া শিরোনাম। দলবদলের তরজা। আর এই বাহারি প্রচারের আতিশয্যে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন-জীবিকার সমস্যা।
রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত। গত নয় বছরে এই সরকার নতুন করে ধার নিয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১৯ কোটি টাকা। রাজ্যের ১০ কোটি মানুষের মাথায় ধার এখন ৪ লাখ ৩৭ হাজার ৩৯ কোটি টাকা। এই ধারের অর্থ দিয়ে কী করেছে সরকার? পরিকাঠামো উন্নয়ন? রাস্তা-ঘাট-পানীয় জল-সেচ-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ইত্যাদি বানানোর জন্য কি এই অর্থ খরচ করেছে? এককথায়—না। রেশন ব্যবস্থা গড়ে তোলা, কৃষকদের ফসল উৎপাদনের দেড় গুণ দাম দেওয়া বা অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের বার্ধক্য ভাতার পরিমাণ ও সংখ্যা কি বেড়েছে? তাও নয়। তাহলে কী করেছে এই অর্থ দিয়ে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.