চাঁদপুর মেঘনায় যাত্রীবাহী লঞ্চে কার্গোর ধাক্কা : বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা
চাঁদপুর মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার শিকার হয়। এতে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে লঞ্চের ভিতরে পানি প্রবেশ করা যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরে লঞ্চটিকে নদীর পাড়ে নিয়ে নিরাপদে রাখা হয়।
ঢাকা থেকে পটুয়াখালীগামী কুয়াকাটা-১ প্রায় সাড়ে ৩ শ' যাত্রী নিয়ে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১০টার দিকে চাঁদপুর মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় একটি বালুভর্তি বলগেটের সাথে ধাক্কা লাগে। এতে লঞ্চের সামনের নিচের কিছু অংশ ফেটে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্ঘটনা
- যাত্রীবাহী লঞ্চ