![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2016%2F01%2F21%2F4f98317d9845c1f0058ab64f43cc41f1-.jpg%3Fjadewits_media_id%3D57265)
হাইড্রোলিক হর্নের শব্দদূষণ রোধে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট
রাজধানীর কয়েকটি সড়কে রাতের বেলা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ, দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং বিষয়টি তদারকিতে দেওয়া নির্দেশনা অনুসারে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয় জনকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৮ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।