![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F18%2F66b55db261c51ecac03b2f6999e88219-600496a15ed9d.jpg%3Fjadewits_media_id%3D708966)
যৌনশিক্ষা কী, কেন বাড়ছে যৌনবিকৃতি?
সহপাঠী ধর্ষণ ও হত্যার ঘটনার পর নতুন করে পাঠ্যপুস্তকে যৌনশিক্ষা বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপন ও শিক্ষাদানের বিষয়ে আলাপ উঠেছে। শারীরিক শিক্ষা বা যৌন ও প্রজনন শিক্ষা বিষয়ে প্রাথমিক পর্যায়ের কিছু টেক্সট পাঠ্যপুস্তকে থাকলেও অভিযোগ আছে, শ্রেণিকক্ষে সেসব পড়ানো হয় না।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব অধ্যায় তাদেরকে না পড়িয়ে ‘নিজেরা পড়ে নিও’ পরামর্শ দেওয়া হয়। প্রশ্ন হলো, কী এই যৌনশিক্ষা? কেনই বা সেটা ক্লাসে পড়ানো যায় না। গবেষকরা বলছেন, বয়সভিত্তিক যৌনজীবনকে তুলে ধরার শিক্ষাই যৌনশিক্ষা। যার ব্যবস্থা না থাকায় বাজারে সস্তা ও বিকৃত টেক্সটবই পড়ছে শিক্ষার্থীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে