![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F492f27a2-d32c-43ba-89e7-a047500fb4d1%252F139595031_169340127861921_4947654084175229189_n.jpg%3Frect%3D0%252C83%252C687%252C361%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ফল ঘোষণার পর কথা–কাটাকাটি থেকে সংঘর্ষ, জয়ী কাউন্সিলর নিহত
ফলাফল ঘোষণা হওয়ার পরপরই নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম গুরুতর আহত হন।