করোনা মহামারির উদ্বেগ ও একরাশ হতাশা লইয়া বিশ্ববাসী গেল বত্সরটি পার করিয়াছেন। এখন নূতন বৎসরে বহু কাঙ্ক্ষিত করোনার টিকার সুখবর আসিতেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মানবদেহে কয়েকটি টিকার প্রয়োগও শুরু হইয়াছে। ২৭৩টি ভ্যাকসিন লইয়া গবেষণা অব্যাহত থাকিলেও মোট ১২টি ভ্যাকসিন গবেষণার তৃতীয় ধাপ অতিক্রম করিয়াছে। তাহার মধ্যে এই পর্যন্ত মাত্র ছয়টি ভ্যাকসিন জনগণের উপর ব্যবহারের অনুমতি মিলিয়াছে। এই ভ্যাকসিনগুলি হইল—ফাইজার-বায়োএনটেক কোম্পানির তৈরি টোজিনামেরান, মডার্না কোম্পানির এমআরএনএ-১২৭৩, চীনা কোম্পানি সিনোফার্ম ও সিনোভ্যাকের দুইটি ভ্যাকসিন, রুশ কোম্পানি গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার তৈরি একটি ভ্যাকসিন; কিন্তু করোনার টিকা লইয়া অনেকের মধ্যে যে সন্দেহ, সংশয় ও বিভ্রান্তি রহিয়াছে, রহিয়াছে ইহার কার্যকারিতা লইয়া প্রশ্ন, তাহাতে এই টিকা প্রয়োগের সফলতা লইয়া কিছুটা হইলেও ধোঁয়াশা তৈরি হইতেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.