আটকে পড়া ১২ হাজার কাতার প্রবাসীর ফেরা অনিশ্চিত
করোনা ভাইরাসের কারণে দেশে ফিরে আটকে পড়া ১২ সহস্রাধিক কাতার প্রবাসী শ্রমিকের ফেরা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাদের ৯৫ শতাংশের কাতারে আকামা বা কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। চার মাস আগে রি-এন্ট্রি পারমিটের আবেদন করেও কোনো সদুত্তর পাচ্ছে না। এখন আর আবেদন নেওয়া হচ্ছে না।
কাতার ফেরত যাওয়ার দাবিতে এখন পর্যন্ত পাঁচবার জাতীয় প্রেসক্লাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করলেও কাটেনি অনিশ্চয়তা। ছুটিতে দেশে এসেছিলেন তারা। বেশির ভাগেরই কাতারের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের দাবি কাতার সরকার রি-এন্ট্রি পারমিট দ্রুততর করুক। তারা চান, কূটনৈতিক প্রচেষ্টায় এ সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক। তাদের কাতারি আইডি আছে এবং রিটার্ন টিকিটও আছে। কিন্তু রি-এন্ট্রি পারমিট মিলছে না। অন্যান্য দেশের প্রবাসীরা ইতিমধ্যে কাতারে যেতে পারলেও বাংলাদেশিরা সে সুযোগ পাচ্ছে না।