আবহাওয়ার আগাম সতর্কবার্তা পেতে প্রকল্প, খরচ ৫২০ কোটি
আবহাওয়ার তথ্য সেবা ও আগাম সতর্কবার্তা পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) প্রকল্প’ এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫২০ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ৪৬২ কোটি ৯৩ লাখ টাকা। বাকি ৫৭ কোটি ২২ লাখ টাকা সরকারি অর্থায়ন। ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা‘ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.