জেআরসিতে গুরুত্ব পাবে ৬ অভিন্ন নদীর পানি বণ্টন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৯:৫৮
তিন বছর পর যৌথ নদী কমিশনের সদস্য পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার (৫ জানুয়ারি)। দুই দিনব্যাপী এই ভার্চুয়াল বৈঠকে গঙ্গার পানি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার পাশাপাশি ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
১০টি জেলায় নদীর তীর প্রতিরক্ষার কাজ, গঙ্গা-পদ্মা ব্যারাজ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি, রহিমপুর খাল খনন, তিতাস নদীর পানি দূষণ, বন্যা পূর্বাভাস স্টেশন বৃদ্ধি, মহানন্দা নদীর পানি প্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে দুদিনের বৈঠকে আলোচনা করতে চায় বাংলাদেশ। অপরদিকে আত্রাই, পূনর্ভবা ও ট্যাংগন নদীর পানি কমে যাওয়া, ফেনী নদীর ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন এবং মাথাভাঙা-চূর্ণী নদীর পানি দূষণ নিয়ে কথা বলতে চায় ভারত।