You have reached your daily news limit

Please log in to continue


পঁচাত্তরের আরেক হত্যাকাণ্ড: বিচার আটকে আছে এক প্রতিবেদনে

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনার বিচার শেষ হলেও একই দিনে খুনিদের ছোড়া কামানের গোলায় মোহাম্মাদপুরের শেরশাহ সুরী রোডে ১৩ জন নিহতের মামলার বিচার এখনো আটকে আছে আসামির নাম নিয়ে তথ্যবিভ্রাটের কারণে।

ঢাকার ত্রয়োদশ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক আসামির নামের বিষয়ে বিভ্রাট রয়েছে। এজন্য জেল সুপারকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ প্রতিবেদন জমা দিচ্ছে না, মামলা এগোচ্ছে না।”

স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে।

সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণের সময় সেনা সদস্যরা কামানের গোলা ছুড়লে তা গিয়ে শেরশাহ সুরী রোডের ৮ ও ৯ এবং ১৯৬ ও ১৯৭ নম্বর বাড়ির (টিনশেড বস্তি) ওপর পড়ে।

লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) ছোড়া ওই কামানের গোলার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। মুহূর্তে ধুলায় মিশে যায় ওই বস্তি।

ওই ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জন নিহত হন। আহত হন প্রায় ৪০ জন, যাদের মধ্যে কয়েকজন সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন