বৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা, পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি বা এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ১২ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও চরাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার সর্বশেষ বুলেটিনে বলেছে-লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তলিয়ে গেছে আমন ধান ও সবজির খেত। ঘরের ভেতরে পানি ঢোকায় দুর্ভোগে পড়েছেন মানুষ।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী মহানগরীর বস্তিতে পানি : রাজশাহী মহানগরীতে পদ্মার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের উত্তর প্রান্তের এলাকাগুলোতে একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকছে পথঘাট। দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত পদ্মার পানি উপচে ঢুকেছে অনেক বসতবাড়িতে।
মহানগরীর পঞ্চবটি খড়বোনার বাসিন্দা হালিমা বেগমের ঘরে এখন হাঁটুপানি। রান্নার জন্য চুলা উঠিয়ে রেখেছেন চৌকির ওপর। পদ্মার পানি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি। এলাকার বাসিন্দা মাজেরা বিবি বলেন, ‘এক সপ্তাহ ধরে পানির ভেতরেই আছি। কিছু করার নেই। তাকিয়ে আছি, কবে পানি নামবে। পানিতে থেকে হাত-পা সব ঘা হয়ে গেছে।’