মাস্কের আড়ালে অস্ফুট ‘শুভ নববর্ষ ২০২১’

বার্তা২৪ ড. মাহফুজ পারভেজ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৬:১০

করোনার প্রকোপ ও প্রলেপ মেখে পৃথিবীতে অদ্ভুত-ভীতিকর এক নতুন বছর এসেছে। যত জোরে বলতে বা শুনতে অভ্যস্ত আমরা, ‘শুভ নববর্ষ’ তেমন করে শোনা যায়নি। মুখ-ঢাকা মাস্কের আড়ালে অস্ফুটে উচ্চারিত হয়েছে ‘শুভ নববর্ষ ২০২১’।

প্রকৃতির অমোঘ নিয়মে ক্যালেন্ডারের শেষ পাতাটি যথারীতি ঝরে গেছে। গতায়ু অতীত, জীর্ণতা, মলিনতাকে মহাকালের গর্ভে বিলীন করে এসেছে নতুন বছর। তবে, নতুন আশাবাদ, প্রতীতি ও প্রত্যয়ের সমান্তরালে বৈশ্বিক মহামারির চলমান তাণ্ডবও বিগত বছরের দিনগুলোকে ছুঁয়ে ছুঁয়ে চলে এসেছে ইংরেজি নতুন বছরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও