সড়কে ঝরল বাবার প্রাণ, মৃত্যুর সঙ্গে লড়ছেন ছেলে
যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন হোসেন মোল্যা (৫২) নামে এক ব্যক্তি নিহত এবং তার ছেলে জাফর মোল্যা (২০) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
নিহত নয়ন মোল্যার বাড়ি যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মোল্যা ও তার ছেলে জাফর একটি মোটরসাইকেলে খাজুরা এলাকা থেকে যশোরের দিকে আসছিলেন।