ভাওয়াল এস্টেটের ৩৫৬ একর জমি বেদখলে। এর মধ্যে ঢাকা জেলায় বেদখলে থাকা জমির পরিমাণ ৩৪৯ দশমিক ১৫০৬ একর এবং গাজীপুর জেলায় ৬ দশমিক ৮৫ একর। গাজীপুরে বেদখল হওয়া জমির মধ্যে এক দশমিক ২৬ একর গাজীপুর সিটি করপোরেশনের দখলে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় উপস্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কমিটি পরের বৈঠকে দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা দিতে বলেছে।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম আনার, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও আমিনুল ইসলাম অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.