বরখাস্ত পিএসজি কোচ টুখেল

বিডি নিউজ ২৪ ফ্রান্স প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬

বড়দিনের ছুটির আগে দলকে দুর্দান্ত এক জয় এনে দিয়েও চাকরি হারাতে হলো পিএসজির কোচ টমাস টুখেলকে। লিগ ওয়ানে ঘরের মাঠে বুধবার রাতে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। পরদিন জার্মান কোচ টুখেলের সঙ্গে দলটি চুক্তি বাতিল করেছে বলে জানায় জার্মান পত্রিকা বিল্ড ও ফরাসি পত্রিকা লেকিপে।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেষ সাত ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল তিনটি, দুটি করে ড্র ও হার। ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে।

আর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন রাউন্ডে দুইবার হারের স্বাদ পাওয়া পিএসজি নকআউট পর্ব নিশ্চিত করে প্রুপ পর্বের শেষ দিনে। শেষ ম্যাচে অবশ্য ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই পরের রাউন্ডে পা দেয় গতবারের রানার্সআপরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও