![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F00503551-4593-48dd-8caa-a4d873085d4e%252F205629131410172_822122081681533_4103279185100739452_n.jpg%3Frect%3D0%252C36%252C800%252C420%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: তদন্তে জাতীয় পতাকা বিকৃতির সত্যতা মিলেছে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে উপস্থাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশসহ এ–সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে এই ঘটনায় গঠিত রংপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর কাছে পাঠানো হয়েছে।