![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb285c49c-0ca1-49e5-a10d-c3584be66db5%252Fgopalgonj.png%3Frect%3D0%252C107%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাদশা মোল্লা (৭০) আহত হয়েছেন। বুধবার উপজেলার গিঙ্গাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদশা মোল্লার ভাতিজা মাসুম মোল্লাকে (৪০) আটক করেছে পুলিশ।
আহত বাদশা মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত মসুদ মোল্লার ছেলে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।