হাসিনা-মোদী ভার্চুয়াল বৈঠক কি শুধু আনুষ্ঠানিকতা?

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:০৮

দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে প্রথমে চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা থাকলেও পরে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নয়টি সমঝোতা স্মারক সই হতে পারে৷ আর আলোচনা হবে পানি বন্টন, কোভিড সহযোগিতা, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, যোগাযোগ, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকট নিয়ে৷ তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের বহু কাঙ্খিত তিস্তা পানি বন্টন চুক্তি বাংলাদেশ এখন ভারতের ‘প্রতিশ্রুতির সম্মানের' ওপর ছেড়ে দিয়েছে৷

সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ বলেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রীর কথাই ঠিক৷ তিস্তার পানি এখন ভারতের সদিচ্ছার ওপরই ছেড়ে দেয়া হয়েছে৷ আর এখন পর্যন্ত তারা কোনো সদিচ্ছা দেখায়নি৷ ভবিষ্যতেও দেখাবে বলে মনে হয় না৷ তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই মোদী সরকার এখন বাংলাদেশকে তিস্তার পানি দেবে না৷ অন্য কোনো ছোট নদী নিয়ে হয়তো অগ্রগতি হতে পারে৷''

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্জাতিক সম্পর্কের অধ্যাক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘তিস্তা আর রোহিঙ্গা ইস্যুতে নতুন কিছু হওয়ার সম্ভাবনা নাই৷'' রোহিঙ্গা ইস্যুতে ভারত আন্তর্জাতিক ফোরামে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়নি৷ আর বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে বলেও মনে করেন না এই বিশ্লেষক৷ তবে করোনা ভ্যাকসিন এবং প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও