কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


১০ বছর খেয়ে এখন বিরোধী! তোপ মমতার

নাম করলেন না কারও। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় থাকা নেতাদের উদ্দেশে আক্রমণের মাত্রা তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘‘দশ বছর ধরে পার্টির হয়ে খেয়ে, দশ বছর সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর সঙ্গে, ওর সঙ্গে বোঝাপড়া করা!’’ তার পরেই মমতার হুঁশিয়ারি, ‘‘আমি কিন্তু তাঁদের সহ্য করব না, এটা মাথায় রাখবেন।” শুধু তাই নয়, খোলাখুলিই জানিয়ে দেন, যাঁরা বিজেপিতে যেতে চান, তাঁরা যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। জলপাইগুড়ির এই দলীয় সভায় এ দিন বিজেপিকেও চড়া সুরে আক্রমণ করেন মমতা। চার দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলার দলীয় সমাবেশে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি যান কোচবিহারে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে একটি হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন সহ কয়েকটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে শিবযজ্ঞ মন্দির ও মদনমোহন মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার কোচবিহারে দলীয় সমাবেশ করার কথা রয়েছে তাঁর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন