![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/12/14/image-194994.jpg)
প্রেমিক যে ৮ কাজ করলে তাকে ছাড়া উচিত নয়
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:২৭
যুগের পরিবর্তনে ভালোবাসারও পরিবর্তন হয়েছে। কেউ মন থেকে ভালোবাসেন। আবার এমন অনেক মানুষ আছেন, যারা প্রেমটা খুব সহজভাবে নেন। তারা ভাবেন কয়েকমাস আনন্দ, ফূর্তি, ঘোরা, খাওয়া...তারপর বাবা-মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে। এজন্য সম্পর্কের শেষে গুছিয়ে কয়েকটি মিথ্যা বলে সম্পর্কচ্ছেদ করেন।
এখনও অনেক মেয়ে আছেন, যারা না বুঝেই ভালোবেসে ফেলেন। মন থেকে জড়িয়ে যান সম্পর্কে। কিন্তু পরবর্তীতে যখন ধাক্কা লাগে তখন সামলে নিতে বেশ বেগ পেতে হয়। সবকিছু সামলে নতুন করে সম্পর্ক তৈরি তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।