
কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু সড়কে যানজট
ঘন কুয়াশার কারণে রাতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা আড়াই ঘণ্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে শীতের মধ্যে শত শত যানবাহন সেতুর উভয় প্রান্তে আটকা পড়ে। তীব্র শীতে যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য সেতু কর্তৃপক্ষ আবহাওয়া পরিমাপক যন্ত্র বসিয়েছে। এই যন্ত্রে কুয়াশার মধ্যে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করার সঙ্গে সঙ্গে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেতুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। আড়াই ঘণ্টা সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যানজট
- বঙ্গবন্ধু সেতু
- ঘন কুয়াশা
- টোল আদায়